শাখাঃ ভূপদার্থিক তথ্য বিশ্লেষণ, লগিং ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ
(Branch: Geophysical Data Analysis, Logging and Equipment Maintenance)
শাখা প্রধানঃ ড. সুলতানা নাছরিন নূরী পরিচালক (ভূপদার্থ) ফোন (অফিস): ৮৩৯২১৮১ মোবাইল: ০১৫৫২৩৩৯৮০৪ ই-মেইল: nurysn@yahoo.com |
|
ভূপদার্থিক জরিপ কাজে যন্ত্র সরবরাহ, যন্ত্র পরিচালণা, জরিপ হতে সংগৃহীত প্রাথমিক তথ্য উপাত্ত সুষ্ঠভাবে সংরক্ষন ও বিশ্লেষনে সহায়তা প্রদান, ভূপদার্থিক লগিং পরিচালনা ও তথ্য উপাত্ত বিশ্লেষন শেষে এ সংক্রান্ত প্রতিবেদন প্রনয়ণ করা এবং ভূ-পদার্থিক গবেষণাগারে সংরক্ষিত সকল যন্ত্রসমূহের সার্বিক তত্ত্বাবধায়ন করার মাধ্যমে এই শাখা বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের খনিজ সম্পদ অনুসন্ধানসহ অন্যান্য ভূবৈজ্ঞানিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লোকবলঃ
নাম: জনাব মোঃ ইয়াকুব হোসেন পদবী: ঊর্ধ্বতন ভূপদার্থিক প্রকৌশলী ফোন (অফিস): ০২-৫৫১৩০৬০৯ মোবাইল: ০১৮১৬৮৭০৪৭১ ইমেইল: yakub.hossain@gsb.gov.bd |
|
নাম: মোহাম্মদ মুশফিকুল হক পদবী: সহকারী পরিচালক ফোন (অফিস):--- মোবাইল: ০১৮১২২৪২৯৬৫ ইমেইল: musfiq.geo@gmail.com |
|
নাম: মোসাঃ রাজিয়া সুলতানা পদবী: সহকারী পরিচালক ফোন (অফিস): --- মোবাইল: ০১৮৯৬০৮০৮৯৭ ইমেইল: rajia6861@gmail.com |
দায়িত্ব ও কার্যাবলীঃ
খনিজ সম্পদ অনুসন্ধানে ভূপদার্থিক জরিপ অপরিহার্য্য। ভূপদার্থিক জরিপ হতে সংগৃহীত প্রাথমিক তথ্য উপাত্ত সুষ্ঠভাবে সংরক্ষন ও বিশ্লেষনে সহায়তা প্রদান করা, ভূপদার্থিক লগিং পরিচালনা ও সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষন শেষে এ সংক্রান্ত প্রতিবেদন প্রনয়ণ করা এবং ভূ-পদার্থিক গবেষণাগারে সংরক্ষিত সকল যন্ত্রসমূহের সার্বিক তত্ত্বাবধায়ন এই শাখার অন্যতম কাজ।
এই শাখা হতে নিয়মিত ভাবে অধিদপ্তরের ভূপদার্থিক শাখাসমূহকে বহিরঙ্গণ কার্যক্রম বাস্তবায়নকালে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং উপাত্ত সংগ্রহে যন্ত্রপাতি পরিচালনায় সার্বিক সহযোগীতা প্রদান করা,
সংগৃহীত ভূপদার্থিক তথ্য-উপাত্ত বিশ্লেষনের জন্য কম্পিউটার ও প্রয়োজনীয় সফট্ওয়ার ব্যবহারের জন্য এই শাখা হতে সার্বিক সহযোগীতা প্রদান করা,
গবেষণাগারে সংরক্ষিত যন্ত্রপাতিগুলিকে সার্বক্ষণিকভাবে কার্যক্ষম রাখার লক্ষ্যে নিয়মানুযায়ী ক্যালিব্রেশন (Calibration) কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা,
ভূকম্পন জরিপ কাজের জন্য ব্যবহৃত ওয়াকিটকি ও বিস্ফোরক সংক্রান্ত লাইসেন্স, মজুদ ও সরবরাহ এই শাখা তত্ত্বাবধায়ন করে থাকে।